রাউজানের উর‌কিরচর ইউ‌নিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানের উর‌কিরচর ইউ‌নিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা সংগঠ‌নের ভারপ্রাপ্ত সভাপ‌তি, সা‌বেক চেয়ারম‌্যান এস এম আবদুল মজিদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন ইমনের সঞ্চালনায় স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান প্রধান আলোচক ছিলেন উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম।

বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের
সহ সভাপতি বীর মুক্তিযোদ্বা সৈয়দ হারুনুর রশীদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আইয়ুব,সরওয়ারুল আলম, আইন বিষয়ক সম্পাদক তাপস বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক উৎপল মহাজন অরুণ, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক কাজী মেজবাহ উদ্দিন, কার্য নির্বাহী রূপায়ণ বড়ুয়া কাজল, ইউ‌পি সদস্য আলহাজ্ব র‌ফিকুল ইসলাম, তাপস কুমার বড়ুয়া, মো: জানে আলম সওদাগর, ‌মো: সে‌লিম উ‌দ্দীন, জয়া রানী বড়ুয়া, নব নির্বাচিত ইউপি সদস্য যুবলীগ নেতা শেখ ম‌নিরুল ইসলাম, আরমান হো‌সেন,সাজ্জাদ শাহ, দিবস বড়ুয়া,
ওয়ার্ড আওয়ামী লী‌গ নেতা রফিকুল আলম কন্ট্রাক্টর, শেখ আখতারুজ্জামান পারভেজ,শ্রীকান্ত চৌধুরী, মোঃ ইসমাইল, মোঃ নছিম,ছিদ্দিক আহমেদ, যুবলীগ নেতা শেখ জ‌হির উ‌দ্দিন, আ‌মিনুল ইসলাম জ‌নি, বোরহান উ‌দ্দিন চৌধুরী, মোঃ মামুন,মোঃ শফি, মোঃ সরোয়ার, এরফান শাহ, মো: মুছা সহ উর‌কিরচর ইউ‌নিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলী‌গের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

প্রধান আলেচক উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধরন সম্পাদক মোঃ শফিউল আলম বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির পিতা। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী এই অবিসংবাদিত নেতা পাকিস্তানের কারাগারে ২৯০ দিন বন্দি থাকার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি লন্ডন ও নয়াদিল্লি হয়ে স্বাধীন বাংলাদেশের মাটিতে ফিরে আসেন। ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাতে পাকিস্তান সেনাবাহিনী বঙ্গবন্ধুকে তাঁর ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে পরদিন পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে যায়। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে অমানবিক নিপীড়নের শিকার হন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জাতির পিতার আদর্শকে পরিপূর্ণ রূপ দিয়ে চলেছেন প্রতিনিয়ত। আমাদের মহান নেতা বঙ্গবন্ধুর আদর্শকে শ্রদ্ধা অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে একটি অধিকতর মর্যাদা সম্পন্ন দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে। যতদিন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ টিকে থাকবে ততদিন বঙ্গবন্ধুর আদর্শ এ জাতিকে পথ দেখিয়ে যাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *