নাজমুল খান রবিন : চট্টগ্রামের নজির ভাণ্ডার দরবার শরীফের ৬২তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন হজরত মাওলানা হাফেজ সৈয়দ নজির আহমদ শাহ্ দরবার শরীফের এন্তেজামিয়া কমিটির সাধারণ সম্পাদক আবদুল রকিব।
তিনি বলেন, আগামী ২৯শে পৌষ, ১৩ জানুয়ারি ২০২২, রোজ বৃহস্পতিবার আলা হজরত কুতুবে বেলায়েত ইমামুল আরেফীন শাহ্সুফী হাফেজ মওলানা সৈয়দ নজির আহমদ শাহ্ (কঃ) আল—মাইজভাণ্ডারীর ৬২তম বার্ষিক ওরশ শরীফ চট্টগ্রাম মহানগরীর পাঠানটুলী, নজির ভাণ্ডার দরবার শরীফ ‘গাউছিয়া হোফেজ মঞ্জিল’ মহা—সমারোহে অনুষ্ঠিত হবে।
পবিত্র ওরশ শরীফে মাইজভাণ্ডারী তরিকায় বিভিন্ন অনুষ্ঠানাদি পালন শেষে আখেরি মোনাজাত করবেন দরবারে বর্তমান সাজ্জাদানশীন ও আওলাদে পাক শাহ্জাদা মওলানা সৈয়দ শামশুল হুদা আল—মাইজভাণ্ডারী
ওরশ শরীফের সকল অনুষ্ঠানাদি ও কর্মসূচির পরিচালনার দায়িত্বে থাকবেন শাহ্জাদা সৈয়দ নঈমুল হুদা আল—মাইজভাণ্ডারী ও বিশিষ্ট কবি ও সাহিত্যিক শেখ খুরশীদ আনোয়ার আল—মাইজভাণ্ডারী।
এদিকে সকল শুভাকাঙ্খীদের ওরশ শরীফে যোগদান করার অনুরোধ করেছেন আলা মওলানা সৈয়দ নজির আহমদ শাহ্ দরবার শরীফ এন্তেজামিয়া কমিটি ও আশেকানে নজির ভাণ্ডারী সার্বজনীন যুব পরিষদ।
উল্লেখ্য, ২৮শে পৌষ ১২ই জানুয়ারী রোজ বুধবার বাদে এশা রওজা পাকের পবিএ গোসল শরীফ অনুষ্ঠিত হবে
এন-কে
Leave a Reply