অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারকে ফরহাদাবাদ প্রবাসী পরিষদের সহায়তা

হাটহাজারী উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়ন এর ৭নং ওয়ার্ডস্থ ওয়াহেদ আলী টেন্ডলের বাড়ীতে গত মঙ্গলবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত নাছির ড্রাইভারের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে ফরহাদাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গণি চৌধুরী, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মিজান, ধর্ম বিষয়ক প্রচার সম্পাদক হাফেজ সালাউদ্দীন, সহ-প্রচার সম্পাদক শহীদুল্লাহ দুলু, আবদুর রহিম, ইয়াছিন মুহুরী সহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ বিশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, আমরা আমাদের সংগঠনের মাধ্যমে বিভিন্ন মানবিক কাজগুলো করার চেষ্টা করি। যা দ্বারা মানুষের কিছুটা উপকার হয়।ইতিমধ্যে আমরা বিবাহ, চিকিৎসা, শিক্ষা খাতে ১৪টি ধাপে প্রায় এক লক্ষ আশি হাজার টাকা অনুদান প্রদান করেছি।আজ আমাদের ১৫তম অনুদান হিসাবে বিশ হাজার টাকার এই অনুদান প্রদান করি। আমাদের এই অর্থ মূলতঃ প্রবাসীদের কাছ থেকেই আসে।আরব আমিরাত, কুয়েত, কাতার সহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী ভাইদের নিয়ে গঠিত ফরহাদাবাদ প্রবাসী পরিষদের মাধ্যমেই আমরা এই মানবিক কাজগুলো করে থাকি।

এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা করার জন্য মানবিক সংগঠন এবং সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *