অসুস্থ হয়ে হাসপাতালের ভর্তি হয়েছেন টলিউড অভিনেত্রী ও বসিরহাটে তৃণমূল কংগ্রেস’র সংসদ সদস্য নুসরাত জাহান।
গতকাল রোববার রাতে ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালের তাকে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ’তে (আইসিইউ) রাখা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, অ্যাজমার কারণেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুসরাত জাহান।
চিকিৎসকরা জানিয়েছেন, কোনও ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েন নুসরত। সেই ওষুধের পার্শ প্রতিক্রিয়া স্বরূপই তার শ্বাসকষ্ট শুরু হয়েছিল।
জানা যায়, কিছুদিন ধরেই অসুস্থতা বোধ করছিলেন নুসরাত। অসুস্থতা নিয়েই সংসদ ও চলচ্চিত্রের কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। রোববার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ডা. সন্দীপ মণ্ডলের অধীনে অভিনেত্রীর চিকিৎসা চলছে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেই নুসরাত অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
সোমবার সকাল থেকে নুসরাতের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখনও তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানান চিকিৎসকরা।
Leave a Reply