নওফেলের ব্যক্তিগত অনুদান : নিহতের পরিবারে ১ লক্ষ, আহত প্রত্যেকে পাবে ২০ হাজার

২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের পাথরঘাটার একটি ভবনে বিষ্ফোরণের ঘটনায় নিহত সাতজনের প্রত্যেক পরিবারকে এক লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এছাড়া আহত প্রত্যেকের চিকিৎসার জন্য নওফেল তার ব্যক্তিগত তহবিল থেকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো মহিবুল হাসান চৌধুরীর জাতীয় সংসদ সদস্যের প্যাডে এসব তথ্য জানিয়েছেন নওফেলের ব্যাক্তিগত সহকারী নাজিউর রহমান সিকদার অনিক।

তার স্বাক্ষরিত বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল আগামীকাল ১৯ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টায় পাথরঘাটার দুর্ঘটনায় আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে সেখান থেকে পাথরঘাটাস্থ ব্রিক ফিল্ড রোডের বড়ুয়া বিল্ডিং পরিদর্শণে যাবেন।

উল্লেখ্য : ১৭ নভেম্বর রবিবার সকাল ৯টার দিকে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের পাঁচতলা বড়ুয়া ভবনের নিচতলায় বিস্ফোরণে দেওয়াল বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৪ জন পুরুষ ২ জন মহিলা ও একজন শিশুসহ ৭ জন নিহত হয়। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন আছে আরো ৯ জন।

হতাহতের ৫ সদস্যের একটি তদন্ত টিম গঠন করে আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত টিমের প্রতিবেদন দিতে বলেছেন জেলা প্রশাসক। এছাড়া নিহতদের প্রত্যেককে ২০ হাজার দেওয়ার কথা বলা হয়। আলাদা আরো একটি তদন্ত কমিটি গঠন করে সিএমপি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *