মৃত্যুহীন দিনে চট্টগ্রামে করোনা আক্রান্ত ৫৫০

২৪ ঘণ্টা ডট নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩৬২ এবং উপজেলা পর্যায়ে ১৮৮ জন। একই সময়ে করোনায় কারো মৃত্যু হয় নি।

রবিবার (১৬ জানুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, গতকাল শনিবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ১৯৮৩ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৫০ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ৪ হাজার ৯৭৭ জন। এর মধ্যে নগরে ৭৬ হাজার ১৯৪ জন এবং উপজেলা পর্যায়ে ২৮ হাজার ৭৮৩ জন।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪২ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৪৫০ জনের নমুনা পরীক্ষা করে ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্টে ২৫০ জনের নমুনা পরীক্ষা করে ২৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণে ৩৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। ইপিক হেলথ কেয়ারে ৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। ল্যাব এইডে ৩ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মেট্রোপলিটন হাসপাতালে ১৩ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৩৯ নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ, ইমপেরিয়াল হাসপাতাল, আরটিএল এবং মেডিকেল সেন্টার হাসপাতালে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ৮ জন, সাতকানিয়ায় ১২ জন, বাঁশখালী ৬ জন, আনোয়ারা ৫ জন, চন্দনাইশ ৯ জন, পটিয়া ১৯ জন, বোয়ালখালী ১৭ জন, কর্ণফুলী ২ জন, রাঙ্গুনিয়া ২৭ জন, রাউজান ৬ জন, ফটিকছড়ি ২০ জন, হাটহাজারী ৪১ জন, সীতাকুণ্ড ১০ জন, মিরসরাই ৪ জন এবং সন্দ্বীপে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৩৫ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭২৫ এবং উপজেলায় ৬১০ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *