রাজধানীর পোস্তগোলায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। আলম টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস নামে ওই পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে গার্মেন্টস সামগ্রী। যদিও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছি ফায়ার সার্ভিস। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, শনিবার রাত পৌনে ১২টায় বহুতল ভবনটির চার তলার অ্যামব্রয়ডারি বিভাগে আগুন লাগে। পরে পোশাকশ্রমিকরা খবর দিলে প্রথমে পাঁচটি ও পরে আরও তিনটি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে দমকল বাহিনী।
সুতার গুদামে আগুন লাগায় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয় বলে জানান তিনি।
আব্দুল হামিদ আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা সম্ভব হয়নি। তিনি বলেন, ‘কারখানাটিতে আগুন মোকাবিলার জন্য যথেষ্ট প্রস্তুতি ছিল না।’
এন-কে
Leave a Reply