সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডের কুমিরা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
এর আগে মহিলার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা কুমিরা ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য আলাউদ্দিনকে জানায়। তিনি পুলিশকে বিষয়টি অবহিত করলে এসআই মজিদ ঘটনাস্থলে গিয়ে লাশটা উদ্ধার করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ধারণা করা হচ্ছে মহিলার লাশটি তিন থেকে চার দিন আগের। তার পায়ে একটি বড় জখমের চিহ্ন রয়েছে এবং যেখানে পায়ের তালুর অর্ধেকটা অংশ নেই।
সীতাকুণ্ড মডেল থানার এসআই মজিদ ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
ধারনা করা হচ্ছে মহিলাটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিবার আত্মীয় স্বজনের যদি কাউকে পাওয়া না যায় তাহলে লাশ আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
Leave a Reply