চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৭৪২, মৃত্যু ৩

২৪ ঘণ্টা ডট নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৪২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৫৯৭ এবং উপজেলা পর্যায়ে ১৪৫ জন। একই সময়ে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, গতকাল রবিবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ২৮৮৩ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৪২ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ৫ হাজার ৭১৯ জন। এর মধ্যে নগরে ৭৬ হাজার ৯৭১ জন এবং উপজেলা পর্যায়ে ২৮ হাজার ৯২৮ জন।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৩৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৩২ জনের নমুনা পরীক্ষা করে ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্টে ৩৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৬৩৮ জনের নমুনা পরীক্ষা করে ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণে ৪২৫ জনের নমুনা পরীক্ষা করে ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৫১ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ৪৭ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ১৪৩ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।ইপিক হেলথ কেয়ারে ১৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। ল্যাব এইডে ৪ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। মেট্রোপলিটন হাসপাতালে ১১৩ জনের নমুনা পরীক্ষা করে কারো ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ১৫৩ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ৪ জন, সাতকানিয়ায় ১১ জন, বাঁশখালী ২ জন, আনোয়ারা ৫ জন, চন্দনাইশ ১১ জন, পটিয়া ২৬ জন, বোয়ালখালী ৮ জন, কর্ণফুলী ১ জন, রাঙ্গুনিয়া ২০ জন, রাউজান ১৫ জন, ফটিকছড়ি ১২ জন, হাটহাজারী ১১ জন, সীতাকুণ্ড ১৩ জন, মিরসরাই ৩ জন এবং সন্দ্বীপে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৩৮ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭২৮ এবং উপজেলায় ৬১০ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *