২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের পাথরঘাটায় বিস্ফোরণে হতাহতের ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছে এ ঘটনায় নিহত রিক্সাচালক মাহমুদুল হকের স্ত্রী শাহীনা আক্তার। সোমবার সকালে তিনি অবহেলাজনিত মৃত্যু ও ক্ষতিসাধনের অভিযোগে মামলাটি দায়ের করেন।
মামলায় দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহসীন। তবে মামলার তদন্তের স্বার্থে তিনি উল্লেখিত নামগুলো জানাতে অস্বীকৃতি জানান। তিনি বলেন তদন্তের আগে যদি আসামিদের নাম প্রকাশ করা হয় তবে তারা পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে দুর্ঘটনার পর হতাহতের ঘটনা তদন্তে জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের নির্দেশে ৫ সদস্যের তদন্ত কমিটি ও সিএমপি পুলিশ কমিশনার মাহবুবর রহমানের নির্দেশে গঠিত পৃথক অপর তদন্ত টিম আজ সোমবার সকাল থেকে তাদের তদন্ত শুরু করেছে। সকাল থেকেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করছেন।
এসময় চট্টগ্রাম জেলা প্রশাসন, সিটি করপোরেশন, সিডিএ, কেজিডিসিএল ও সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য : ১৭ নভেম্বর রবিবার সকাল ৯টার দিকে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের পাঁচতলা বড়ুয়া ভবনের নিচতলায় বিস্ফোরণে দেওয়াল বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৪ জন পুরুষ ২ জন মহিলা ও একজন শিশুসহ ৭ জন নিহত হয়। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন আছে আরো ৯ জন।
নিহতরা হলেন, পটিয়ার অ্যানি বডুয়া, কক্সবাজারের উখিয়ার নুরুল ইসলাম, সাতকানিয়ার একই পরিবারের ফারজানা আক্তার (মা) ও আতিকুর রহমান (ছেলে), পটিয়ার রিকশাচালক আব্দুর শুক্কুর, মহেশখালীর ভ্যানচালক মো. সেলিম ও লোহাগাড়ার মাহমুদুল হক।
হতাহতের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অতিরিক্ত জেলা প্রশাসক এ জেড এম শরিফ হোসেনকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত টিম গঠন করে আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত টিমের প্রতিবেদন দিতে বলেছেন জেলা প্রশাসক। নগর পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) মেহেদী হাসানকে প্রধান করে পৃথক আরো একটি তদন্ত কমিটি গঠন করে সিএমপি। আজ সোমবার সকাল থেকে গঠিত দুটি তদন্ত কমিটি তাদের কাজ শুরু করেছে।
সকালে দুর্ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে তদন্ত কাজে অংশ নেন, নগর বিশেষ শাখার অতিরিক্ত উপ-কমিশনার মঞ্জুর মোরশেদ ও কোতোয়ালী জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা, কেজিডিসিএল এর মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং ও সার্ভিসেস) প্রকৌশলী সারোয়ার হোসেন, উপ-মহাব্যবস্থাপক (কোয়ালিটি কন্ট্রোল) প্রকৌশলী আহসান হাবিব, উপ-মহাব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী আবু জাহের উপ-মহাব্যবস্থাপক (প্লানিং) প্রকৌশলী শফিউল আলম সহ সংশ্লিষ্টরা।
তবে এর আগে ঘটনার দিন রাতেই চট্টগ্রামের পাথরঘাটায় ভবনে বিস্ফোরণের ঘটনায় গ্যাস লাইনে লিকেজের কোনো প্রমাণ মেলেনি বলে দাবি করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড (কেজিডিসিএল)।
Leave a Reply