বলিউডের কোরিওগ্রাফার-নির্মাতা রেমো ডিসুজার শ্যালক জেসন ওয়াটকিনসের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মুম্বাই পুলিশ।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মুম্বাইয়ের মিল্লাত নগরে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বন্ধুর বিয়ের জন্য ভারতের পর্যটন নগরী গোয়ায় অবস্থান করছিলেন রেমো ও তার স্ত্রী লিজেল। ভাইয়ের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন লিজেল।
এদিকে ইনস্টাগ্রামে ভাইয়ের ছবি শেয়ার করে লিজেল লিখেছেন, ‘কেন এটা হলো? আমার সঙ্গে এমনটা কীভাবে করতে পারলে? কোনো দিন তোমাকে ক্ষমা করব না।’
মায়ের সঙ্গে ভাইয়ের আরেকটি এক ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ক্ষমা করো মা, আমি ব্যর্থ।’
এর আগে জেসনকে বাড়ি থেকে কুপার হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এরপর ওশিওয়ারা থানার পুলিশ জেসনের দেহটি ময়নাতদন্তে পাঠায়।
সহপরিচালক ওয়াটকিনস আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ। তবে তদন্তকারীদের দাবি, ময়নাতদন্ত রিপোর্ট হাতে না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
এন-কে
Leave a Reply