আর্জেন্টিনা দলে নেই, পিএসজির অনুশীলনে মেসি

একদিন আগেই বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ সামনে রেখে দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। যেখানে জায়গা হয়নি লিওনেল মেসির।

আলবিসেলেস্তেদের স্কোয়াড ঘোষণার ঠিক পরদিন শুক্রবার (২১ জানুয়ারি) ক্লাব পিএসজির হয়ে অনুশীলনে ফিরলেন মেসি। সতীর্থদের সঙ্গে অনুশীলন ফিরতে পেরে যেন স্বস্তি পেলেন তিনি। অনুশীলনের সারাটা সময় বেশ ফুরফুরে মেজাজে ছিলেন।

গত কয়েকটা দিন কম ধকল যায়নি। বড়দিনের ছুটিতে দেশে গিয়ে করোনা আক্রান্ত হন। এরপর করোনা থেকে সেরে উঠলেও পিএসজির হয়ে বেশ কিছুদিন মাঠের বাইরে রয়েছেন। এরপর আর্জেন্টিনার স্কোয়াডেও জায়গা হারান।

পিএসজির হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন গেল ২২ ডিসেম্বর। তবে দলীয় অনুশীলনে আজ ফিরলেও ব্যক্তিগত অনুশীলনে অবশ্য অনেক আগেই ফিরেছেন তিনি।

আর্জেন্টিনা যখন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলবে, তখন খেলা রয়েছে পিএসজিরও। ধারণা করা হচ্ছে, সে সময়ই হয়তো ক্লাবের হয়ে মাঠে ফিরবেন মেসি।

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা প্রথম ম্যাচে চিলির মুখোমুখি হবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি। কলম্বিয়ার বিপক্ষে পরের ম্যাচটি ২ ফেব্রুয়ারি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা এখন ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে ব্রাজিল।

আর্জেন্টিনা স্কোয়াড

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, এস্তেবান আন্দ্রাদা, এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো।

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, লুকাস মার্টিনেজ কোয়ার্তা, জার্মান পেৎজেলা, নিকলাস অটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকলাস টালিয়াফিকো, মার্কোস আকুনইয়া।

আরও পড়ুন: ফুটবলের জমিদার বাড়ি

মিডফিল্ডার: নিকোলাস গঞ্জালেস, লুকাস অক্যাম্পোস, লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, জিওভানি লো চেলসো, আলেহান্দ্রো পাপু গোমেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এমিলিয়ানো বুয়েন্দিয়া।

ফরোয়ার্ড: আনহেল ডি মারিয়া, আনহেল কোরেয়া, জুলিয়ান আলভারেজ, লাওতারো মার্টিনেজ, হোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *