কলকাতার নতুন সিনেমায় মোশাররফ করিম, সঙ্গে ঋত্বিক

কলকাতার ‘গু কাকু-দ্য পটি আঙ্কেল’ শিরোনামে একটি সোশ্যাল স্যাটায়ারধর্মী সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম। মোজো প্রোডাকশনসের ব্যানারে সিনেমাটি পরিচালনা করছেন তরুণ পরিচালক মণীশ বসু।

কলকাতার আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটিতে কেন্দ্রীয় ‘গু কাকু’ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মোশাররফ করিম। কলকাতার আরেক খ্যাতিমান অভিনেতা ঋত্বিক চক্রবর্তী অভিনয় করতে যাচ্ছেন ‘নবকুমার শিকার’ নামের একটি চরিত্রে।

এ ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়, অপরাজিতা ঘোষ ও মিশকা হালিমের মতো তারকারা।

সব ঠিক থাকলে আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে। এ সিনেমার পটভূমি নব্বইয়ের দশকের একটি মফস্বলি অঞ্চল।

পরিচালক মণীশ বসু জানিয়েছেন, ‘একজন ব্রাত্য, প্রান্তিক মানুষ কী ভাবে একটি গোটা জনগোষ্ঠীর জীবনকে তীব্র ভাবে প্রভাবিত করে ও শেষমেশ সেই অঞ্চলের অধিবাসীদের জন্য হ্যামলিনের বাঁশিওয়ালা হয়ে ওঠে, সে গল্পই উঠে আসে এ ছবিতে।’

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *