এতিম শিক্ষার্থীদের মাঝে ‘আল আমিন সমাজ কল্যাণ সমিতির’ এর শীত বস্ত্র বিতরণ

“শীতার্তদের জন্য উষ্ণ ভালোবাসা” প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ জানুয়ারী ২২ইং রবিবার সকালে চট্টগ্রাম শহরের পাহাড় ঘেরা আরেফিন নগর, নীলগিরি আবাসিক এলাকায় মঈনীয়া চিশতিয়া হাফেজীয়া এতিমখানা মাদ্রাসায় শীতার্ত এতিম শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন আল আমিন সমাজ কল্যাণ সমিতি ।এ সময় উপস্থিত ছিলেন ” সমিতির সভাপতি মুফতি ছালেহ সূফিয়ান ফরহাবাদী মাইজন্ডারী ” প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শাহ সূফী মাওলানা মোহাম্মদ শহীদ উল্ল্যাহ্ চিশতী, সমিতির নির্বাহী পরিচালক সাংবাদিক মুজিব উল্ল্যাহ্ তুষার,মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আমান উল্ল্যাহ্ চিশতী রিয়াদ,হাফেজ মুনিরুল ইসলাম, হাফেজ সারাফাত উল্ল্যাহ্,শিক্ষক মাওলানা মোহাম্মদ রিফাত, মাদ্রাসার সহকারী মো.আনোয়ার উল্ল্যাহ্ প্রমূখ ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শাহ সূফী মাওলানা মোহাম্মদ শহীদ উল্ল্যাহ্ চিশতী,বলেন, আমরা যারা শহরে কম্বলের তলে থাকি তারা হয়তো শীতের তীব্রতা বুঝতেই পারছি না। তবে এতিম বাচ্ছারা কাঁপছে মাঘ মাসের তীব্র শীতে। শীত নিবারনের সামান্য বস্ত্রটুকুও হয়তো অনেকের নেই। শীতে জড়োসড়ো হয়ে পড়েছে তারা। যারা স্বচ্ছল তাদের কাছে শীতের রাত আরাম দায়ক হলেও দরিদ্র অসহায়দের জন্য তা চরম দুর্ভোগের। তাইতো আমাদের আল আমিন নামক সামাজিক সংগঠন থেকে এতিম ছাত্র ছাত্রীদের মাঝে কিছু সংখ্যক শীত বস্ত্র বিতরণ। তিনি সংগঠন সম্পর্কে বলেন, চট্টগ্রাম শহরের বায়েজিদ বোস্তামীতে সমাজসেবী দের নিয়ে আল আমিন সমাজ কল্যাণ সমিতি প্রতিষ্ঠা করার চিন্তা করি। সেই সময়ে আমার ঘনিষ্ঠ কিছু বন্ধুদের সহযোগীতায় প্রতিষ্ঠা হয় এই ”আল আমিন সমাজ কল্যাণ সমিতি” নামক সংগঠনটি।তহবিল সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, আমাদের সদস্য সংখ্যা ৬০ জন।
সকল সদস্য প্রতিমাসে নির্ধারিত পরিমাণ চাঁদা দেন।এই চাঁদা একত্রিত করে রাখা হয়। সেই তহবিল থেকেই মূলত ত্রান বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন সেবা মূলক কাজ করে থাকি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *