জিইএম কোম্পানির অবসরপ্রাপ্ত দুই শতাধিক শ্রমিক কর্মচারীর অবসরকালীন পাওনা টাকা আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের রাস্ট্রয়াত্ব বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির কারখানা জিইএম কোম্পানির অবসরপ্রাপ্ত দুই শতাধিক শ্রমিক কর্মচারীর অবসরকালীন পাওনা টাকা আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন করেছে কোম্পানির অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা। সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কল্যান পরিষদের আহবায়ক সাইফুল ইসলাম খান বলেন, কর্তৃপক্ষ নানা অজুহাতে শ্রমিক কর্মচারীদের চাকুরী জীবনের শেষ সম্বল কল্যান তহবিল ও পিএফ ফান্ডের পরিশেধ করছেনা দীর্ঘ সময় ধরে। তিনি বলেন, শ্রমিক কর্মচারীদের অবসরকালীন কল্যান তহবিল ও পিএফ ফান্ডের অর্থ পরিশোধের জন্য বিএসইসিকে পত্র প্রদান করা হলেও বিটসইসি গত নভেম্বরের মধ্যে টাকা পরিশোধের কথা বলেও তা বাস্তবায়ন করেনি।

বর্তমানে উক্ত কোম্পানির অবসরপ্রাপ্ত দুই শতাধিক শ্রমিক কর্মচারী তাদের পাওনা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তা কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের সদস্য মো. মজিবুল হক,আবদুল মাবুদ, নুর নবী,ফসিউল আলম, কামাল উদ্দিন, আকতার উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *