চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৯৮৯

২৪ ঘণ্টা ডট নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৯৮৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৬৭৭ জন এবং উপজেলা পর্যায়ে ৩১২ জন। একই সময়ে করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয় নি।

সোমবার (২৪ জানুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, গতকাল রবিবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ২৪৭৫ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৯৮৯ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ১২ হাজার ১১২ জন। এর মধ্যে নগরে ৮১ হাজার ৮৬১ জন এবং উপজেলা পর্যায়ে ৩০ হাজার ২৫১ জন।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৩৮৬ জনের নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৫২ জনের নমুনা পরীক্ষা করে ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্টে ২৯৫ জনের নমুনা পরীক্ষা করে ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৪৩৩ জনের নমুনা পরীক্ষা করে ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৯১ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ৩২ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ১৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এপিক হেলথ কেয়ারে ২৯৬ জনের নমুনা পরীক্ষা করে ১৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। মেট্রোপলিটন হাসপাতালে ৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ১৭১ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ, শেভরণ, ল্যাব এইড এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ৭ জন, সাতকানিয়ায় ২২ জন, বাঁশখালী ৫ জন, আনোয়ারা ৮ জন, চন্দনাইশ ২১ জন, পটিয়া ৬২ জন, বোয়ালখালী ১৪ জন, কর্ণফুলী ০ জন, রাঙ্গুনিয়া ১৮ জন, রাউজান ৩৪ জন, ফটিকছড়ি ২১ জন, হাটহাজারী ৪৪ জন, সীতাকুণ্ড ৪৪ জন, মিরসরাই ৮ জন এবং সন্দ্বীপে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৪৩ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭২৮ এবং উপজেলায় ৬১৫ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে ২০২০ সনের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *