সিরাজগঞ্জে অনাবাদি জমিতে পড়ে থাকা শপিং ব্যাগ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার পৌর এলাকার জানপুর বটতলা এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জানপুর মহল্লান বটতলা বেইলী ব্রীজের উত্তরপাশের একটি অনাবাদি জমিতে শপিং ব্যাগে নবজাতকের লাশ দেখে এলাকাবাসী খবর দেয় থানায়। পরে ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ।
লাশের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এন-কে
Leave a Reply