চট্টগ্রামে করোনা শনাক্ত ১১২১, মৃত্যু ২

২৪ ঘণ্টা ডট নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১১২১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরে ৭৯৭ জন এবং উপজেলা পর্যায়ে ৩২৪ জন। ২৪ ঘণ্টায় শতকরা শনাক্তের হার ৩৫.৬৭। একই সময়ে করোনায় আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, গতকাল বুধবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ৩১৪২ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১১২১ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ১৬ হাজার ৩৬ জন। এর মধ্যে নগরে ৮৪ হাজার ৬৩৭ জন এবং উপজেলা পর্যায়ে ৩১ হাজার ৩৯৯ জন।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৬৪৪ জনের নমুনা পরীক্ষা করে ২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২০১ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্টে ৩২৯ জনের নমুনা পরীক্ষা করে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৩৯৮ জনের নমুনা পরীক্ষা করে ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৭১ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ৪২ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ২৩১ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এপিক হেলথ কেয়ারে ২৯৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।  মেট্রোপলিটন হাসপাতালে ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ১৯৪ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন কক্সবাজার মেডিকেল কলেজ, শেভরন, ল্যাব এইড এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১১ জন, সাতকানিয়ায় ২৭ জন, বাঁশখালী ১৩ জন, আনোয়ারা ৩২ জন, চন্দনাইশ ১২ জন, পটিয়া ৪২ জন, বোয়ালখালী ১৬ জন, কর্ণফুলী ০ জন, রাঙ্গুনিয়া ১৫ জন, রাউজান ১৯ জন, ফটিকছড়ি ৪৬ জন, হাটহাজারী ৪৭ জন, সীতাকুণ্ড ৬ জন, মিরসরাই ৩৪ জন এবং সন্দ্বীপে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৫০ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭২৯ এবং উপজেলায় ৬২১ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে ২০২০ সনের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *