চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, শনাক্ত ১১৬৭

২৪ ঘণ্টা ডট নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১১৬৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরে ৮৮৭ জন এবং উপজেলা পর্যায়ে ২৮০ জন। ২৪ ঘণ্টায় শতকরা শনাক্তের হার ৩১.৯৭। একই সময়ে করোনায় আক্রান্ত ৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ৩৬৫০ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১১৬৭ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ১৭ হাজার ২০৩ জন। এর মধ্যে নগরে ৮৫ হাজার ৫২৪ জন এবং উপজেলা পর্যায়ে ৩১ হাজার ৬৭৯ জন।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০০ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৫৭২ জনের নমুনা পরীক্ষা করে ২৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩০৬ জনের নমুনা পরীক্ষা করে ১৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৩২ জনের নমুনা পরীক্ষা করে ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্টে ২৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৫২৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৫৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৬১ জনের নমুনা পরীক্ষা করে ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ২০ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৩২৭ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এপিক হেলথ কেয়ারে ১০৬ জনের নমুনা পরীক্ষা করে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। ল্যাব এইডে ৯ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মেট্রোপলিটন হাসপাতালে ১২৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ১৯৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন কক্সবাজার মেডিকেল কলেজ এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১০ জন, সাতকানিয়ায় ৫ জন, বাঁশখালী ১০ জন, আনোয়ারা ২৪ জন, চন্দনাইশ ১২ জন, পটিয়া ১৮ জন, বোয়ালখালী ১৬ জন, কর্ণফুলী ১ জন, রাঙ্গুনিয়া ২৪ জন, রাউজান ৪০ জন, ফটিকছড়ি ৩২ জন, হাটহাজারী ৫৩ জন, সীতাকুণ্ড ১১ জন, মিরসরাই ১৬ জন এবং সন্দ্বীপে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৫৪ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭৩০ এবং উপজেলায় ৬২৪ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে ২০২০ সনের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *