রাউজান উত্তর সর্তা সাহেব বাড়ী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ) উদযাপিত

রাউজান উত্তর সর্তা সাহেব বাড়ী জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী দঃ উদযাপিত হয়েছে। মসজিদের মাহফিল বাস্তবায়ন কমিটির ব্যবস্হাপনায় উদযাপিত মিলাদুন্নবী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছৈয়্যদ বাড়ী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরীকত,রাহবারে আহলে সুন্নাত হযরতুলহাজ্ব আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ মছিহুদ্দৌলা মা:।

গর্জনীয়া রহমানিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার প্রভাষক মাওলানা মুহাম্মদ নাছির উদ্দিন কাদেরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দারুচ্ছুন্নাহ কাদেরিয়া মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ সাইফুর রহমান ফারুকী।

প্রধান বক্তা ছিলেন, মোজাহেদে মিল্লাত মাওলানা মুহাম্মদ শামসুল আলম নঈমী। বিশেষ বক্তা ছিলেন, তরুন ইসলামী চিন্তাবিদ মাওলানা সরওয়ার আলম আলকাদেরী।

উদ্বোধক ছিলেন সাহেব বাড়ি জামে মসজিদের খতিব, মাওলানা মুহাম্মদ হাসান আলী। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন মাওলানা আলী আনছারী, মাওলানা দিদার কাদেরী, মাওলানা মহিউদ্দিন, মাওলানা মুরশেদ, মাওলানা আবদুল মোতালেব।

পরে তবাররুক বিতরণের মধ্যে দিয়ে মাহফিল সমাপ্ত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *