রাউজানে মদিনা ইসলামী মিশনের কাউন্সিল ও সিদ্দিকে আকবরের ওরশ অনুষ্ঠিত

রাউজান মোহাম্মদপুর বিশ্ব নূর মঞ্জিলে খলিফাতুর রাসূল (দ.) হযরত সিদ্দিকে আকবর (রা.), ইমামুল আউলিয়া গাউসুল আজম মাইজভান্ডারি (ক.)’র স্মরণে ওরশেকুল ও মদিনা ইসলামী মিশন রাউজান উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিকত মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফীর সভাপতিত্বে মাহফিলে উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মুহাম্মদ মহিউদ্দিন। প্রধান অতিথি ছিলেন বায়েজিদ স্টিলের ডেপুটি ম্যানেজার মঈনুল আনোয়ার কামাল। প্রধান বক্তা ছিলেন ইমাম শেরে বাংলা হজ্জ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক লেখক ও গবেষক মাওলানা এম সাইফুল ইসলাম নেজামী আলকাদেরী।

বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মোহাম্মদপুর (পশ্চিম) শাখার সভাপতি ব্যাংকার মুহাম্মদ সিরাজ-উদ দৌলা চৌধুরী, মাস্টার মুহাম্মদ আব্দুল খালেক, ওরশেকুল মুয়াল্লিম মুহাম্মদ ফোরকান চৌধুরী, সাংবাদিক এস এম তৈয়বুল ইসলাম, শায়ের মুহাম্মদ বোরহান।বক্তারা বলেন, ইসলামের মহান ত্রাণকর্তা হযরত সিদ্দিকে আকবরের অকৃপণ এহসান মুসলিম জাহানকে কেয়ামততক ঋণী করে রাখবেন। সমাজে নবীপ্রেমিক সিদ্দিকে আকবরের চর্চা বাড়লে; অজ্ঞতার ঘোর অমানিশা কেটে যাবে। বক্তারা আরও বলেন, গাউসুল আজম মাইজভান্ডারি বাংলার আকাশে আলোকিত সূর্য। মহান আল্লাহ বাংলাবাসীর উপর দয়া পরবশ হয়ে হযরত কেবলাকে আমার বুকে দিয়েছেন।মাহফিল শেষে মুহাম্মদ আবুল কাশেমকে সভাপতি, মুহাম্মদ দিদারুল আলম চৌধুরীকে সাধারণ সম্পাদক, সৈয়দ মুহাম্মদ সায়েমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে মদিনা ইসলামী মিশন রাউজান উপজেলা শাখার ৩৫ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *