২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে ইয়াবার চালানসহ ৩ ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল।
সোমবার রাত সাড়ে আটটার সময় বাকলিয়া থানা আব্দুল্লাহ আল নোমান কলেজ রোড এলাকা থেকে এসব ইয়াবাসহ তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ৬ নং ওয়ার্ডের গারিংগিয়া এলাকার জাহাঙ্গীর বাড়ির মো. ইছহাকের ছেলে মো. আলমগীর হোসাইর (২২), একই উপজেলার কেওচিয়া আবেদার বাড়ির মো. ইদ্রিসের ছেলে মোহাম্মদ ইয়াছিন আরাফাত (২৬) ও চন্দনাইশ উপজেলার পশ্চিম ধোপাছড়ি কম্প পাড়ার মৃত জামাল হোসেনের ছেলে রেজাউল করিম (৩৭)।
তথ্যটি নিশ্চিত করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) আসিফ মহিউদ্দীন। তিনি বলেন, গোপন সূত্রের খবরে বর্ণিত স্থানে চেকপোস্ট স্থাপন করে ইয়াবাসহ এ তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নগরীর বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply