ভালোবাসা দিবসে ভিকি নয়, সালমানের কাছে থাকবেন ক্যাট!

ডিসেম্বরে রাজকীয় আয়োজনে বিয়ে সেরেছেন বলিউডের আবেদনময়ী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কুশল। বিয়ের মাস না পেরোতেই কাজে ব্যস্ত হয়ে পড়েন দুজনই। ১৪ ফেব্রুয়ারি এ যুগলের বিবাহিত জীবনের প্রথম ভালোবাসা দিবস।

কিন্তু অবাক হলেও সত্যি, প্রথম বিশেষ দিনটিতেই ভিকির সঙ্গে থাকতে পারছেন না ক্যাটরিনা কাইফ। থাকবেন সাবেক প্রেমিক সালমান খানের সঙ্গে। কেন? ওই দিন বহুল প্রতীক্ষিত ‘টাইগার থ্রি’ সিনেমার শুট। এ খবর ভারতের অন্যতম শীর্ষ দৈনিক টাইমস অব ইন্ডিয়ার। একই খবর প্রকাশ করেছে বলিউড হাঙ্গামা।

গত মাসে ‘টাইগার থ্রি’র শেষ শিডিউলের শুট করেছিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। তবে কোভিড পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করলে দিল্লির অংশের শুট স্থগিত করা হয়। সেই শিডিউলের শুট শুরু হচ্ছে মধ্য-ফেব্রুয়ারিতে। টানা ১৫ দিন শুট চলবে। পরিচালক মনীশ শর্মা চান, এই অংশের অ্যাকশন দৃশ্যগুলো দিল্লির রাস্তায় করতে।

খবরে প্রকাশ, দিল্লির ঐতিহাসিক স্থানগুলোতে শুট করবেন সালমান খান। লাল দুর্গের কাছেও শুট হবে। কোভিড-বিধি মেনেই চলবে সেই শুট।

১২ বা ১৩ ফেব্রুয়ারি দিল্লির উদ্দেশে উড়াল দেবেন সালমান ও ক্যাটরিনা। শুট শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। কিছু দৃশ্য মুম্বাইয়ের একটি স্টুডিয়োতে ধারণ করা হবে, তবে সেখানে ক্যাটরিনা থাকবেন না।

‘টাইগার থ্রি’-তে খলনায়কের ভূমিকায় দেখা যাবে ইমরান হাশমিকে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সালমান খানের হাতে রয়েছে ‘কিক টু, যেখানে তাঁর নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমায় সালমানের নায়িকা পূজা হেজ। অন্যদিকে, ক্যাটরিনার হাতে রয়েছেন ‘ফোন ভূত’, আলি আব্বাস জাফরের সুপারহিরো সিরিজ ও শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিসমাস’ সিনেমা।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *