আয়কর মেলায় সাংবাদিক প্রদীপ লাঞ্চিত : সিইউজের নিন্দা ও প্রতিবাদ

২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজের সদস্য সাংবাদিক প্রদীপ শীলকে লাঞ্চিত করার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা।

আয়কর মেলায় পেশাগত কাজ করতে গেলে প্রদীপ শীলকে লাঞ্চিত করে কয়েকজন দুর্বৃত্ত। এ ঘটনার গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে সিইউজে।

সিইউজের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস এক বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন পেশাদার সাংবাদিক লাঞ্চিত হবেন এটা কাম্য নয়। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের শাস্তির দাবি করেছেন তারা।

ভবিষ্যতে পেশাগত দায়িত্ব পালনকালে কোন সাংবাদিককে হেনস্থা করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন সিইউজে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *