চালের পর্যাপ্ত মজুদ আছে,দাম বাড়ালে ব্যবস্থা:খাদ্যমন্ত্রী

দেশে চালের পর্যাপ্ত মজুদ রয়েছে। পরিবহন ধর্মঘটের কারণে চালের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। কেউ দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী এ হুঁশিয়ারি দেন।

এসময় গত কয়েক দিনে চালের দাম ৪ টাকার মতো বেড়েছে স্বীকার করে অবিলম্বে আগের দামে ফিরে যেতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

নতুন সড়ক পরিবহন আইনের কয়েকটি বিধান সংশোধন চেয়ে বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে ট্রাক-কাভার্ডভ্যান পরিবহন মালিক-শ্রমিকরা। এতে চালসহ নিত্যপণ্যের দামে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, দুই মাসের ব্যবধানে দু’দফা বেড়েছে চালের দাম। কেজিতে বেড়েছে ৭-২০ টাকা পর্যন্ত। সপ্তাহের ব্যবধানে এর দাম বেড়েছে ৪-৬ টাকা।
আড়তদার ও মিলারদের ভাষ্য, মজুদ শেষ হওয়ায় চিকন চালের দাম বাড়ছে। অন্যদিকে চালের দাম পর্যাপ্ত বলে দাবি করে আসছে সরকার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *