রাউজান উপজেলায় হঠাৎ বেড়ে গেছে মোটরসাইকেল চুরির ঘটনা। গত ৪ দিনের ব্যবধানে এ উপজেলায় ২টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি বিকালে ১টি গ্লামার ও ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার ১টি হোন্ডা মোটরসাইকেল একই স্টাইলে চুরি হয়। গত ৩ ফেব্রুয়ারি পাহাড়তলী মকবুল টাওয়ারের সামনে থেকে মানিক দাশের গ্লামার গাড়িটি চুরির দৃশ্য সিসিটিভি ফুটেজ ধরা পড়ে।
মাত্র কয়েক মিনিটের মধ্যে গাড়িটি নিয়ে লাপাত্তা হন চোর।এর পর ৪ দিনের মাঝামাঝি সময়ে মঙ্গলবার সন্ধ্যার দিকে নোয়াপাড়া থেকে কামরুল হাসানের একটি হোন্ডা টিগার নামে অপর মোটরসাইকেল চুরি হওয়ার দৃশ্য সিসিটিভি ফুটেজ শনাক্ত হয়। এই ঘটনায় গাড়ির মালিকরা রাউজান থানায় একটি করে
জিডি করেছে।
Leave a Reply