রাউজান পৌর সদরে যানজট নিরসনে বিকল্প সড়ক বাস্তবায়ন কাজ পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। গতকাল ৯ ফেব্রুয়ারী বুধবার সকালে ফকিরহাটস্থ পাবলিক হলের পিছনে র্নিমাণাধীন বিকল্প পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর প্যানেল মেয়র-২ এডভোকেট সমীর দাশ গুপ্ত, কাউন্সিলর জানে আলমজনি, কাউন্সিলর শওকত হাসান, চেয়ারম্যান সৈয়দ আবদুর জব্বার সোহেল, পৌরসভা যুবলীগের যুগ্ম সম্পাদক আবু ছালেক প্রমুখ।এসময় পৌর এলাকায় উন্নয়ন পরিকল্পনা ও পরিস্কার পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করায় মেয়র জমির উদ্দিন পারভেজকে ধন্যবাদ জানান সাংসদ।
Leave a Reply