চট্টগ্রামে ২৭৭ জনের করোনা শনাক্ত

২৪ ঘণ্টা ডট নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২৭৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরে ১৮৫ জন এবং উপজেলা পর্যায়ে ৯২ জন। ২৪ ঘণ্টায় শতকরা শনাক্তের হার ৯.৪৭। একই সময়ে করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয় নি।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ২৯২৪ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২৭৭ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ২৪ হাজার ৮১৯ জন। এর মধ্যে নগরে ৯০ হাজার ৯৭৬ জন এবং উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ২৩ জন।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৪৯৯ জনের নমুনা পরীক্ষা করে ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৬১ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৬৪ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১ জনের নমুনা পরীক্ষা তার করোনা শনাক্ত হয় নি।

এন্টিজেন টেস্টে ১১০ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৩৭০ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৪৩১ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩২২ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিআরএলে ২২ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।মেডিকেল সেন্টার হাসপাতালে ২৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এপিক হেলথকেয়ারে ১০৬ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ল্যাব এইডে ১ জনের নমুনা পরীক্ষা তার করোনা শনাক্ত হয় নি। মেট্রোপলিটন হাসপাতাল ৪০ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ৩৬২ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ০ জন, সাতকানিয়ায় ৫ জন, বাঁশখালী ৮ জন, আনোয়ারা ২ জন, চন্দনাইশ ৯ জন, পটিয়া ৭ জন, বোয়ালখালী ৯ জন, কর্ণফুলী ০ জন, রাঙ্গুনিয়া ৩ জন, রাউজান ১১ জন, ফটিকছড়ি ১১ জন, হাটহাজারী ১১ জন, সীতাকুণ্ড ৪ জন, মিরসরাই ১২ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৬০ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭৩৪ এবং উপজেলায় ৬২৬ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে ২০২০ সনের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *