হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। নদীতে মা মাছের মজুদ বৃদ্ধি ও অবাদ বিচরণের জন্য সারা বছর এ নদীতে মাছ শিকার নিষিদ্ধ করেছে প্রশাসন।
কিন্তু এক শ্রেণীর মাছ চোর নদীতে গোপনে জাল বসিয়ে মাছ শিকার করছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা প্রশাসন হালদা নদীর মেখল এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেন।
ইউএনও মোহাম্মদ রুহুল আমীন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, হালদা নদীর মেখল এলাকায় অবৈধ ভাবে জাল বসিয়ে মাছ শিকারের গোপন সংবাদ অবহিত হয়ে তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নিয়াজ মোরশেদ ও সঙ্গীয় র্ফোস নিয়ে রাত দেড়টার দিকে অভিযান পরিচালনা করেন। এসময় ২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছেন।
বুধবার বিকালে স্থানীয় ইউপি সদস্য কাইয়ুম এবং স্থানীয় লোকজনের সহায়তা পরিচালিত অভিযানে জব্দকৃত জাল গুলো আগুনে ধ্বংস করা হয়েছে জানিয়ে হালদা নদী রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি গনমাধ্যমকে জানান।
Leave a Reply