চট্টগ্রামে আরও ১১৯ জনের করোনা শনাক্ত

২৪ ঘণ্টা ডট নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১১৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরে ৮৫ জন এবং উপজেলা পর্যায়ে ৩৪ জন। ২৪ ঘণ্টায় শতকরা শনাক্তের হার ৪.৭৪। একই সময়ে করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয় নি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, গতকাল বুধবার চট্টগ্রামের ষোলো ল্যাব এবং কক্সবাজারে ২৫১০ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১১৯ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ২৫ হাজার ৭৮৬ জন। এর মধ্যে নগরে ৯১ হাজার ৪৬৫ জন এবং উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৩২১ জন।

তিনি বলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৭ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্টে ৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ২৭১ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৩৫১ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৪০ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিআরএলে ৩ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। এপিক হেলথকেয়ারে ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মেট্রোপলিটন হাসপাতাল ৮০ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ৪১৮ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এভারকেয়ার হাসপাতালে ৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন কক্সবাজার মেডিকেল কলেজ, মেডিকেল সেন্টার হাসপাতাল এবং ল্যাব এইডে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১ জন, সাতকানিয়ায় ২ জন, বাঁশখালী ১ জন, আনোয়ারা ১ জন, চন্দনাইশ ১ জন, পটিয়া ৩ জন, বোয়ালখালী ৪ জন, কর্ণফুলী ০ জন, রাঙ্গুনিয়া ২ জন, রাউজান ১ জন, ফটিকছড়ি ৫ জন, হাটহাজারী ২ জন, সীতাকুণ্ড ৪ জন, মিরসরাই ৭ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৬২ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭৩৪ এবং উপজেলায় ৬২৮ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে ২০২০ সনের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *