মাইজভাণ্ডার দরবার শরীফ হলো মানবতাবাদ চর্চার অনুপম কেন্দ্র

মাইজভাণ্ডার দরবার শরীফ, মানবতাবাদ চর্চা, অনুপম কেন্দ্র

মাইজভাণ্ডার দরবার শরীফ হলো মানবতাবাদ চর্চার অনুপম কেন্দ্র। এই দরবার ধারণ করেছে বাঙালিত্বের সুমহান চেতনা।

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারি ট্রাস্ট মানবতার সেবায় নিরলস কাজ করে যাচ্ছে। যা মানবতার অনন্য এক নিদর্শন।

আর এই ট্রাষ্ট থেকে প্রকাশিত গ্রন্থ সমুহ পাঠ করলেই মানুষ সুফিবাদ চর্চা, মানবতাবাদ ও ধর্ম চর্চায় সুনিপুন ধারণা পাবে যা পরলেীকিক জগতের পাথেয় হবে।

মাউজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার সাথে ভারতীয় সহকারি হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন এর সাথে সৌজন্যে সাক্ষাতে ভারতীয় সহকারি হাই কমিশনার উপরোক্ত কথাগুলো বলেন।

সাক্ষাৎ শেষে ভারতীয় সহকারি হাই কমিশনারকে হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট কর্তৃক প্রকাশিত বেলায়তে মোতালেকা, হযরত গাউসুল আযম মাইজভান্ডারীর জীবনী শরীফ, জিয়াউল হক মাইজভাণ্ডারীর জীবনী শরীফ, লায়ন বরুণ কুমার আচার্য বলাই প্রকাশিত বঙ্গবন্ধু, মজেছি তোমারে প্রেমে স্বর্গ সুখ চাইনা ও আসুন সৃজনশীলতার চাষ করি বই গুলি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আলী আব্বাস, সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন রেজা, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাংবাদিক নাছির উদ্দিন হায়দার, সাংবাদিক বিপ্লব পার্থ, সাংবাদিক নুপুর দে, সাংবাদিক রাজেশ চক্রবর্তী, যিশু সেন, সংগঠনের সভাপতি পন্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, সাধারণ সম্পাদক রুবেল শীল, লায়ন ডা. বরুণ কুমার আচার্য, ঝুমুর সর্দ্দার সুমন, সমীর কান্তি দাশ, কৃষ্ণ বৈদ্য, শিপ্রা বসু মল্লিক, সোমা চৌধুরী, কাশ্মিরি দাশ প্রমুখ।

২৪ ঘন্টা/রাজীব

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *