বোয়ালখালীতে সাংসদ বাদলের স্মরণে ৬০০ আম্রপালি রোপণ

চট্টগ্রামের বোয়ালখালীতে চট্টগ্রাম-৮ আসনের প্রয়াত সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের স্মরণে ৬০০ আম্রপালি রোপণ করা হয়েছে।

রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রয়াত সাংসদের ৭০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মঈন উদ্দীন খান বাদল ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সাংসদ পত্নী সেলিনা খান বাদল উপজেলার সারোয়াতলী গ্রামের সাংসদের কবরস্থান মাঠ প্রাঙ্গনে উপজেলার ৯টি ইউনিয়নের ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে আম্রপালি কলম চারা বিতরণ করেন।

এছাড়া প্রয়াত সাংসদের স্মরণে ফাউন্ডেশনের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল, এতিমখানা ও পথ শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

এসময় সেলিনা খান বাদল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ও পুষ্টি চাহিদা পূরণে ফলজ গাছ রোপণ করতে হবে। প্রধানমন্ত্রীর সবুজবিপ্লবের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়েছে।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *