আফগান ৩ স্পিনারকে ভয় পাচ্ছে না বাংলাদেশ

ভারত-বাংলাদেশসহ উপমহাদেশের কন্ডিশনে স্পিনাররা একটু বাড়তি সুবিধাই পেয়ে থাকেন। যে সুবিধা কাজে লাগিয়ে বিগত বছরগুলোতে ঘরের মাঠে ওয়ানডেতে অনেকেটা অপ্রতিরোধ্যই হয়ে উঠেছে বাংলাদেশ। তবে বুধবার থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজে খোদ বাংলাদেশ দলকেই পড়তে হতে পারে স্পিন পরীক্ষায়।

কারণ, প্রতিপক্ষ যে আফগানিস্তান! রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান- এই তিন জন বিশ্বমানের স্পিনার আছেন সফরকারী দলে। তবে আফগান এই ত্রয়ীকে নিয়ে দুর্ভাবনার কিছু দেখছেন না টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান।

অধিনায়ক বলেন, ‘ওয়ানডেতে তাদের বিরুদ্ধে আমরা সবসময়ই ভালো করেছি। তারা ভালো দল এতে কোনো সন্দেহ নেই। মানসম্পন্ন বোলিং আক্রমণ আছে তাদের। তবে এই বোলিং আক্রমণের বিপক্ষেই আমরা আগে ভালো করেছি। কাল (বুধবার) যারা খেলবে ব্যাট হাতে সবাই ছন্দে আছে।’

রশিদ-নবী-মুজিবরা তাই যতই ছন্দে থাকুন না কেন, তাদের নিয়ে এত মাতামাতির কিছু দেখছেন না তামিম। তার মতে, ‘আমি নির্দিষ্ট কোনো বোলারকে নিয়ে বেশি কথা বলতে চাই না। যেটা বললাম- তাদের বোলিং অনেক ভালো, সম্ভবত সেরা স্পিন অ্যাটাক তাদেরই। কিন্তু এদের বিপক্ষেই আমরা অতীতে অনেক ভালো করেছি, বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে। আবার কেন করতে পারব না?’

বরং নিজেদের ভালো করা নিয়েই ভাবছেন তামিম। তিনি বলেন, ‘প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের নিয়ে ভাবতে হবে। আপনারা তিনজনের নাম বলেছেন, কিন্তু তারা বল করবে ৫০ ওভার। বাকি যে দুইজন বল করবে তারাও ভালো। শুধু তিনজনকে নিয়ে চিন্তা করলেই হবে না। আন্তর্জাতিক ক্রিকেটে সহজ বোলার আপনি খুব কমই পাবেন। ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ সবসময়ই থাকে। এক দল হয়ত স্পিনে ভালো, আরেক দল হয়ত পেসে। আমাদের মানিয়ে নিয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে হবে।’

আফগানিস্তানের তিন স্পিনারকে নিয়ে ভাবতে গিয়ে অন্যান্য ক্ষেত্রে ঘাটতি রাখার পক্ষপাতী নন তামিম। তিনি বলেন, ‘ঐ তিন স্পিনার নিয়েই আমরা শুধু ভাবছি তা না। আমাদের ওদের ১১ উইকেট তুলতে হবে, তাই ওদের ব্যাটার নিয়েও আমাদের ভাবতে হয়। ৫০ ওভারে ওদের ৫-৬ বোলার বল করবে। সবকিছু নিয়ে ভাবতে হবে। আমরা জানি আমাদের ডেঞ্জার জোন কী কী হতে পারে, কোন কোন জায়গায় কীভাবে পরিকল্পনা করব। এটা নিয়ে গত ১-২ দিন ধরেই কথা বলছি। এখানে বসে আমি যত কিছুই বলে দেই না কেন, মাঠে এটা করতে না পারলে কোনো লাভ হবে না।’

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *