সাত বছরে তেলের দামে রেকর্ড

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ‌‘সেনা অভিযান’ পরিচালনার ঘোষণার পরই বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। ২০১৪ সালের পর এই প্রথম প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে।

লন্ডনে ফিউচার মার্কেটে ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম ৩ দশমিক ৩ শতাংশের মতো বেড়ে গেছে। গত সাত বছরে আন্তর্জাতিক বাজারে এটিই সর্বোচ্চ দাম বৃদ্ধি।

মস্কোর সময় সকাল ৬টার কিছু আগে ‘আমি একটি সামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছি’ বলে ঘোষণা দিয়েছেন পুতিন। তিনি যেকোন হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতিও দেন। পুতিন ইউক্রেনের সামরিক বাহিনীকে অস্ত্র-সমর্পণের আহ্বান জানান।

যদিও এর আগে চলিতি সপ্তাহে ক্রেমলিন ইউক্রেনে রাশিয়ার আসন্ন অনুপ্রবেশের বিষয়ে সতর্ক করেছিলেন।

দু’দিন আগে ইউক্রেনের পূর্বাঞ্চলের স্বাধীনতাকামী লুহানস্ক ও দোনেৎস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে রাশিয়ার স্বীকৃতির পর ফিউচার মার্কেটে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ৯৮ মার্কিন ডলারে পৌঁছে যায়।

মহামারী লকডাউনের পরে অর্থনীতি পুনরায় চালু হওয়ার কারণে চাহিদা বড়েছিল গম এবং ধাতু সহ মূল পণ্য সরবরাহের। কিন্তু এই সংকট সরবরাহ চাহিদা ঠিক রাখবার বিষয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

অস্ট্রেলিয়া ন্যাশনাল ব্যাংকের তাপস স্ট্রিকল্যান্ড বলেছে, “রাশিয়া ও ইউক্রেনের উত্তেজনা ইউরোপের জন্য বড় ধাক্কা। যা বিশ্বের জন্য একটি অনেক বড় সঙ্কট তৈরি করবে।”

সাম্প্রতিক লকডাউনের পরে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টায় বিভিন্ন দেশের সরকারগুলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে লড়াই করে যাচ্ছে। ঠিক সে সময় এমন সংকট বিশ্ব অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বে জ্বালানি তেল রপ্তানিতে সৌদি আরবের পরই রাশিয়ার অবস্থান। এছাড়া রাশিয়াই বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে থাকে।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *