সীতাকুণ্ডে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা

সীতাকুণ্ডে সমুদ্রে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে খোকন ড্রেজিং নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এসময় মুচলেকা নিয়ে জব্দকৃত (বালু তোলার যন্ত্র) বাল্কহেডটি ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার বিকালে উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের সমুদ্র উপকুলে সমুদ্র থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে সমুদ্র থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল জনৈক জুয়েল রানা নামের একজন ঠিকাদার।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম এর নেতৃত্বে সমুদ্রে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বালু তোলার যন্ত্র বাল্কহেডটি জব্দ করা হয়। ভবিষ্যতে অবৈধভাবে সমুদ্র থেকে বালু উত্তোলন করবেনা এ মর্মে মুচলেকা নিয়ে জব্দকৃত বাল্কহেডটিকে ছাড়িয়ে নেয়। এব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম জানান, ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ভ্রাম্যমান আদালত এ অর্থদন্ডাদেশ প্রদান করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *