রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : আগামী শুক্রবার রাউজানের চিকদাইর আব্দুল আলী বেপারী জামে মসজিদ সংলগ্ন হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারীর ঈদগাহ ময়দানে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) “র চন্দ্রবার্ষিকী উদযাপন করা হবে।
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ২ শাখা ও করম আলী হাজীর বাড়ীসহ এলাকাবাসীর যৌথ উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে চন্দ্রবার্ষিকী উদযাপন করা হবে।
আজিমুশশান মাইজভান্ডারী সম্মেলন সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকালে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। বর্ণাঢ্য র্যালীটি চিকদাইর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিলাদ ক্বিয়াম ও মোনাজাতের মাধ্যমে শেষে হয়।
বর্ণাঢ্য র্যালীতে মোটর সাইকেল, সিএনজি অটোরিক্সা যোগে হাজারো মাইজভান্ডারী আশেক ,ভক্ত অংশগ্রহণ করেন। শুক্রবার মাইজভান্ডারী সম্মেলনে দেশবরেণ্য আলেম-ওলামা ও শিক্ষাবিদ, রাজনীতিবিদ, বুদ্ধিজীবীগণ উপস্থিত থাকবেন।
Leave a Reply