চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, খুনী বন্ধু গ্রেফতার

২৪ ঘন্টা ডট নিউজ : চট্টগ্রামের হালিশহরে বন্ধুর ছুরিকাঘাকে খুন হয়েছে কাট্টলীর মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ইরফান আহমেদ (১৮)।

বৃহস্পতিবার বিকালে তিনটার দিকে হালিশহর থানার বড়পুল এলাকায় পিডিবি অফিসের অদূরে আড়ং ভবনের সামনে হত্যাকাণ্ডটি ঘটে। এদিকে হত্যাকাণ্ডের পরপরই হালিশহর থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় খুনী বন্ধু মো. সাদ্দামকে বড়পোল এলাকা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিসহ গ্রেফতার করে।

নিহত ইরফান হালিশহর থানার মইন্যাপাড়া এলাকার ইদ্রিস সওদাগরের ছেলে এবং হালিশহর থানার মইন্যাপাড়া এলাকার মো. লালনের ছেলে বলে জানিয়েছেন পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইরফান ও সাদ্দাম দুজনই বন্ধু এবং মইন্যাপাড়ার একই এলাকার বাসিন্দা। কয়েকদিন আগে তুচ্ছ একটি ঘটনা নিয়ে দুই বন্ধুর মধ্যে খুব তর্তাতর্কি হয়। দুজনের ঝগড়ার রেশ ধরেই বৃহস্পতিবার বিকেলে হালিশহরের বড়পোল পিডিবি অফিসের সামনে ইরফানকে একা পেয়ে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সাদ্দাম।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত নায়েক আব্দুল হামিদ জানান, বৃহস্পতিবার বিকেলে রক্তাক্ত অবস্থায় ইরফান আহমেদ নামে এক কলেজ ছাত্রকে চমেক হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। তার বুকের বিভিন্নস্থানে ছুরিকাঘাতে জখমের চিহ্ন আছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুর রহমান এ ঘটনায় মূল হত্যাকারী সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে বলে জানান। তিনি বলেন, স্থানীয়দের সহায়তায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ বড়পোল এলাকা থেকে সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর হত্যাকান্ডের রহস্য জানা যাবে বললেন ওসি ওবায়দুর রহমান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *