সীতাকুণ্ডের কৃতি সন্তান প্যাসিফিক জিন্স এর চেয়ারম্যান নাছির উদ্দিনের ইন্তেকাল

সীতাকুণ্ডের,প্যাসিফিক জিন্স,চেয়ারম্যান,ইন্তেকাল

দেশের বিশিষ্ট শিল্পপতি ও প্যাসিফিক জিন্স লিমিটেড এর চেয়ারম্যান, চট্টগ্রামের সীতাকুণ্ডের কৃতি সন্তান আলহাজ্ব নাছির উদ্দীন আজ বিকাল সোয়া ৩টায় ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি- রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। মরহুম আলহাজ্ব নাছির উদ্দিন সীতাকুণ্ডের প্রয়াত সাংসদ আওয়ামী লীগ নেতা আবুল কাসেম মাস্টারের ছোট ভাই। তিনি দীর্ঘদিন বিভিন্ন জঠিল রোগে ভুগছিলেন। গত দেড়মাস যাবত ব্যাংককের ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর মরদেহ আগামী ০২ মার্চ বুধবার সকালে থাইল্যান্ড থেকে বিমানযোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হবে।

ওইদিন সকাল ৯:৩০ মিনিটে চট্টগ্রাম ইপিজেড এলাকায় এ প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। একইদিন বাদে যোহর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে।

বাদে আসর সলিমপুরস্হ নিজ বাড়িতে তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে আলহাজ্ব নাছির উদ্দীন এর মৃত্যুতে সীতাকুণ্ডে সবার মাঝে শোকের ছাড়া নেমে আসে।

২৪ ঘন্টা/কামরুল দুলু/রাজীব

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *