লামায় বুনো হাতির আক্রমণে বৃদ্ধ নিহত

লামা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় বুনো হাতির আক্রমণে মো. নুরুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি বাম হাতির ছড়ায় এ ঘটনা ঘটে। নুরুল ইসলাম বড়ছনখোলা এলাকার বাসিন্দা মৃত পেঠান মিয়ার ছেলে।

সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে বৃদ্ধ নুরুল ইসলাম বাড়ির পাশের বামহাতির ছড়ায় লাকড়ী সংগ্রহ করতে যান। সেখানে বুনো হাতির কবলে পড়লে পদপিষ্ঠে ঘটনাস্থলে মারা যান নুরুল ইসলাম। বিকালে বাড়ি না ফিরলে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘটনাস্থল থেকে নুরুল ইসলামের লাশ উদ্ধার করেন স্বজনেরা।

এ বিষয়ে নিহত নুরুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, ঘটনাস্থলে হাতি বিচরণের চিহ্ন রয়েছে। তাছাড়া লাশের শরীরের বিভিন্ন স্থানে হাতি দ্বারা আঘাতের চিহ্নও দেখা গেছে।

বুনো হাতির আক্রমণে বৃদ্ধ নুরুল ইসলাম নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলমগীর চৌধুরী ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। নিহতের পরিবারকে পরিষদের পক্ষ থেকে সহায়তা করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *