ফেসবুকে মানহানীকর পোষ্ট দেওয়ায় সীতাকুণ্ডে ফরহাদ হোসাইন নামে এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আবদুর রহিম টিটু। মঙ্গলবার বিকালে টিটু ওই যুবকের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ফরহাদ হোসাইন ছাত্রলীগ নেতা টিটুর ছবি ব্যবহার করে ফেসবুকে লিখে “টিটু ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজী করে থাকে, মানুষের জমি দখল করে এবং চাকরী দেওয়ার নামে একজন থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে”।
এমন মানহানিকর পোস্ট দেওয়ায় ওই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়ে আবদুর রহিম টিটু থানায় অভিযোগ করেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ।
Leave a Reply