আইপিএল থেকে নাম সরিয়ে নিলেন জেসন রয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসর থেকে নাম সরিয়ে নিয়েছেন ইংল্যান্ড তারকা জেসন রয়। দল পাওয়ার পরও এবারের আইপিএলে খেলবেন না তিনি। মূলত পরিবারকে সময় দিতে এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ ইংলিশ ব্যাটার।

আসন্ন আইপিএলে গুজরাট টাইটানসে খেলার কথা ছিল জেসন রয়ের। কিছুদিন আগে বেঙ্গালুরুতে হয়ে যাওয়া নিলাম থেকে রয়কে দুই কোটি রুপি ভিত্তিমূল্যে কিনেছে গুজরাট। কিন্তু, এখন তিনি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

ইএসপিএনক্রিকইনফো বলছে, এবারের আইপিএলে না খেলার কথা কিছুদিন আগেই গুজরাটকে জানিয়ে দিয়েছেন রয়। তবে, রয়ের পরিবর্তে এখনও কাউকে দলে ভেড়ায়নি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি।

নিজের ইনস্টাগ্রামে আইপিএলে না খেলতে পারার খবর জানিয়ে রয় বলেছেন, ‘তিন বছর ধরে বিশ্বে যা কিছু ঘটছে, সেসব আমার ওপর প্রভাব ফেলছে। আমার মনে হয়, পরিবারের সঙ্গে কিছু ভালো সময় কাটানোই ঠিক হবে। একই সঙ্গে ব্যস্ত বছরকে সামনে রেখে আগামী কয়েক মাস নিজেকে নিয়ে এবং নিজের খেলা নিয়ে কাজ করব।’

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *