শহীদ জমির-ফরিদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে বর্তমান প্রজন্মকে জাতীয়তাবাদী দর্শণ বুকে ধারণ করে আদর্শিক ছাত্র-রাজনীতিকে এগিয়ে নেওয়ার উদাত্ত আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডা: শাহাদাত হোসেন।
তিনি আজ ২১নভেম্বর বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের সাবেক জিএস শহীদ জমির উদ্দীন ও চপই ছাত্রদলের আহবায়ক শহীদ জাহাঙ্গীর ফরিদের ২৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
চট্টগ্রাম মহানগর যুবদল এই স্মরণসভার আয়োজন করে। চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এর সঞ্চালনায় উক্ত স্মরণ সভায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর প্রধান বক্তা ও নগর বিএনপির সিনিয়র সহসভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, নগর ছাত্রদলের সাবেক সভাপতি নাজিমুর রহমান, সাবেক সিনিয়র সহসভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, শফিকুর রহমান স্বপন, সাংবাদিক নেতা জাহেদুল করিম কচি বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
স্মরণসভায় ডা: শাহাদাত আরও বলেন, শহীদ জমির-ফরিদ ছিলেন আদর্শিক ছাত্ররাজনীতির দুই উজ্জল নক্ষত্র। সেদিন ধর্মীয় লেবাসে শিবির নামধারী ছাত্রসংগঠনের সন্ত্রাসীরা সাংগঠনিক ও আদর্শিকভাবে জমির-ফরিদকে মোকাবেলায় ব্যর্থ হয়ে চপই-র শান্ত-শ্যামল ক্যাম্পাসে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল। জনপ্রিয় ছাত্রনেতাদের হত্যা করলেও তাঁদের আদর্শকে হত্যা করতে পারেনি উল্লেখ করে ডা: শাহাদাত বলেন, জমির-ফরিদের মত শত শত জাতীয়তাবাদী দেশপ্রেমিক নেতাকর্মীর আত্মত্যাগে জাতীয়তাবাদী ছাত্রদল আজ বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্রসংগঠন। বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগও একই কায়দায় তাদের ছাত্রসংগঠনের অস্ত্রধারী সন্ত্রাসীদের দিয়ে সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের পাশাপাশি শিক্ষকদেরও আজ লাঞ্চিত করা হচ্ছে।
তিনি ছাত্রদের ন্যায্য অধিকারসহ গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের ছাত্র ও যুব সমাজকে গনআন্দোলনের জোর প্রস্তুতি নেওয়ার আহবান জানান।
প্রধান বক্তার বক্তব্যে আবুল হাসেম বক্কর বলেন, শিবিরের সন্ত্রাসীরা জমির-ফরিদকে হত্যা করে ছাত্রদলের অগ্রযাত্রা ব্যাহত করতে চেয়েছিল। অথচ আজ ঐ খুনে সংগঠনের অস্তিত্বই হুমকীর সম্মুখীন।
চট্টলার ছাত্র-যুব সমাজ যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বলে উল্লেখ তিনি বলেন জেলজুলুম, হামলা মামলা উপেক্ষা করে শীঘ্রি যুব ও ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে দেশে গনতন্ত্র পুনরুদ্ধারে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, যে জাতীয়তাবাদী আদর্শকে প্রতিষ্ঠা করতে গিয়ে জমির-ফরিদ জীবন উৎসর্গ করেছেন, সে আদর্শকে লালন করতে গিয়ে আজও হাজারো নেতাকর্মী নির্যাতিত হচ্ছে, প্রতিনিয়ত মামলা-হামলা, খুন-গুমের শিকার হচ্ছে। চপই ছাত্র সংসদের নির্বাচিত জিএস শাহ মোয়াজ্জেম হোসেন মিঠু, চমেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আপেল, চমেক হোস্টেলে মেধাবী ছাত্র আবেদ হত্যাসহ বিভিন্ন সময়ে হত্যাকান্ডের শিকার মেধাবী ছাত্রদল নেতাদের আত্মত্যাগের কথা স্মরণ করে আবু সুফিয়ান বলেন, ছাত্রদলের নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা এখনও যেকোন ত্যাগ স্বীকারে তিনি এসময় চট্টলার ছাত্র ও যুবসমাজকে স্বৈরাচারী হাসিনা সরকারের নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর যুবদলের সি: সহসভাপতি ইকবাল হোসেন, নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, যুবদলের সহসভাপতি এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, মো: জাহ্গাংীর আলম, আবদুল করিম, আবদুল গফুর বাবুল, জসিমুল ইসলাম কিশোর, আবু সুফিয়ান, অরুপ বড়ুয়া, সাহাবুদ্দীন সাবু, গ্জাী সালাহউদ্দীন চঞ্চল, পাঁচলাইশ থানার আহবায়ক মোহাম্মদ আলী সাকী, সি: যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ, রাশেদুল হাসান লেবু, তাজুল ইসলাম তাজু, সেলিম উদ্দীন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, এমদাদুল হক বাদশা, রাঁজন খান, ইদ্রিস আলম, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, হেলাল হোসেন, গুলজার হোসেন, সহ সাধারন সম্পাদক আসাদুর রহমান টিপু, সাজ্জাদ হোসেন, জাফর আহমদ খোকন, রাসেল নিজাম, আবুল কালাম আজাদ, শওকত আলি জুয়েল, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, এড. নাজমুল হাসান, মহিউদ্দীন মুকুল, ইফতিখার শাহরিয়ার আজম, মোহাম্মদ ইয়াকুব, ইঞ্জি. শমসের আলী, সহ-সম্পাদক আতিকুর রহমান, মনোয়ার হোসেন মানিক, কমল জ্যোতি বড়–য়া, জহিরুল ইসলাম, হামিদুল হক, হাফেজ কামাল উদ্দীন, মেজবাহ উদ্দীন মিন্টু, সাইফুদ্দীন যুবরাজ, আবু বক্কর ছিদ্দিকী, আশরাফ উদ্দীন, সিরাজ শিকদার, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম মানিক, নগর যুবদলের সদস্য শাবাব ইয়াজদানী, আবদুল্লাহ আল মামুন, শওকত খান রাজু, মঞ্জুর আলম মঞ্জু, এস এম আলী, আবু বক্কর বাবু, মো: হাসান, মো: জাবেদ, নগর ছাত্রদল নেতা শরিফুল ইসলাম তুহিন, আহসান উজ-জামান, সাব্বির আহমেদ, আসিফ চৌধুরী, আলী আকবর, আবু কাওছার, সাগর সুশীল, আয়াতুল্লাহ, মো: রাশেদ, সোহেল সিদ্দীকী রনি প্রমুখ।
Leave a Reply