রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাবস্থায় ইউক্রেনের বন্দরে গিয়ে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ ‘বাংলার সমৃদ্ধিতে’ আটকা পড়েছেন চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ছেলে সালমান সরোয়ার সামি (২৬) নামের একজন ইঞ্জিনিয়ার।
রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হলে জাহাজটি আটকা পড়ে ইউক্রেনের অলিভিয়া বন্দরে। জাহাজে দুই নারীসহ ২৯ জন বাংলাদেশি ছিলেন।
বুধবার রাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় চতুর্থ ইঞ্জিনিয়ার বাংলাদেশের বরগুনার মোহাম্মদ হাদিসুর রহমান নিহত হন। এছাড়া জাহাজে আটকা পড়েন ২৮ জন বাংলাদেশি।
সরোয়ার সামী ইউনিয়নের ভাটিয়ারী গ্রামের মাহফুজুল হক এবং ভাটিয়ারী হাজ্বি টিএসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ছেমন আরা বেগমের ছেলে।
তিনি জাহাজটিতে চতুর্থ ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন। এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাবস্থায় বাংলার সমৃদ্ধিতে’ রাশিয়ার ছোরা ক্ষেপণাস্ত্র হামলায় আরেক ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হওয়ার পর সালমান সরোয়ার সামি’র পরিবারের কাটছে বিনীদ্র রাত।
ছেলের চিন্তায় অজানা উদ্বেগ ও আশংকায় দিন কাটাচ্ছেন মা-বাবা। সালমান সরোয়ারের মা ছেমন আরা বেগম জানান, গত ২০ ফেব্রুয়ারি সালমান সরোয়ার চতুর্থ ইঞ্জিনিয়ার হিসেবে বাংলার সমৃদ্ধিতে যোগ দেন।
বুধবার রাত ১০টায় ছেলের সঙ্গে সবশেষ কথা হয় তার। এসময় সামী জানায় তার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় এক ইঞ্জিনিয়ার নিহত হয়। এদিকে সামীসহ জাহাজে আটকা পড়া ২৮ জন যাতে সহিসালামতে দেশে ফিরতে পারে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
২৪ ঘন্টা/রাজীব
Leave a Reply