চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫৩৭ তম সিন্ডিকেট বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট বন্ধ করে দিয়ে অবরোধ করে শাখা ছাত্রলীগের উপগ্রুপ ভার্সিটি এক্সপ্রেসের (ভিএক্স) নেতাকর্মীরা।
এসময় তারা সিন্ডিকেটে গৃহীত সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। শনিবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে তারা এ অবরোধ শুরু করে।
এ বিষয়ে ভিএক্স এর নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, আজকের সিন্ডিকেটে শুধু ফার্সি বিভাগের নিয়োগ বাতিল হয়েছে। যেহেতু এখানে নিয়োগের জন্য অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে সেহেতু অন্য বিভাগের নিয়োগের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটতে পারে। এজন্য আমরা পুরো সিন্ডিকেট বাতিল চাই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়াকে মুঠোফোনে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
উল্লেখ্য যে, শনিবার বিকালে চারুকলা ইন্সটিটিউটে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ সিন্ডিকেটের ৫৩৭ তম অধিবেশন অনুষ্ঠিত হয় এবং সভায় ফার্সি বিভাগের শিক্ষক নিয়োগ বাতিল ঘোষণা করা হয়।
২৪ ঘন্টা/মেহেদি/রাজীব
Leave a Reply