দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের ২৪০ রানের ইনিংসের জবাবে দুর্দান্ত শতক হাঁকানো ডেভিড ওয়ার্নার অপরাজিত ১৫১ রানের ইনিংস খেলে দ্বিতীয় দিন শেষ করল অস্ট্রেলিয়া।
টস জিতে পাকিস্তান ব্যাট করতে নামলে প্রথম ইনিংসের সবকয়টি উইকেট হারিয়ে ২৪০ রান তুলতে সক্ষম হয়। যেখানে দলের হয়ে সর্বোচ্চ রান করেন শফিক ৭৬, আজহার আলী ৩৯ ও রিজওয়ান করেন ৩৭ রান। বল হাতে স্টার্ক নেন ৪ টি উইকেট এবং কামিন্স নেন ৩টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শতক হাঁকান ডেভিড ওয়ার্নার। ৭ চারে তার ক্যারিয়ারের ২২ তম শতক তুলে নেন বাঁহাতি এই ওপেনার ব্যাটসম্যান। কিন্তু আরেক ওপেনার জো বার্নস শতকের আক্ষেপ নিয়ে ফিরেন। ১০ চারে ৯৭ রান করে ইয়াসির শাহ এর বলে ফিরেন।
দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়েন ওয়ার্নার- ল্যাবুশানে। ওয়ার্নার ২৫৭ বলে ১৫০ রান করেছেন। ৯১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ল্যাবুশানে। শেষ পর্যন্ত ১৫১ রানে ওয়ার্নার এবং ৫৫ রানে ল্যাবুশানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। ৮৭ ওভার ব্যাটিং করে অস্ট্রেলিয়া সংগ্রহ করেছে ৩১২ রান।
সংক্ষিপ্ত স্কোরঃ (২য় দিন শেষে)
পাকিস্তান (প্রথম ইনিংস):২৪০/১০(৮৬.২)
আসাদ ৭৬, আজহার ৩৯
স্টার্ক ৪/৫২, কামিন্স ৩/৬০
অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস):৩১২/১(৮৭)
ওয়ার্নার ১৫১*, বার্নস ৯৭
ইয়াসির শাহ্ ১/১০১
Leave a Reply