চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের মোড়ে এ ঘটনা ঘটে।
এসময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও ইট-পাটকেল ছোড়াছুড়ি হয়। এসময় কেউ আহত হওয়ায় খবর পাওয়া যায়নি।
বিবাদমান দুটি গ্রুপ হলো শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক বিজয় ও সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার)। উভয় গ্রুপই শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।
তথ্যমতে, অর্থনীতি বিভাগের র্যাগ ডে উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যান সিএফসি গ্রুপের কয়েকজন কর্মী। এসময় বিজয় গ্রুপের কর্মীরা তাদের ঢুকতে বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এ ঘটনার পর শহীদ আব্দুর রব হল থেকে আসা সিএফসি কর্মীরা বিজয়ের কর্মীদের ধাওয়া দেয়। বিজয়ের কর্মীরা সোহরাওয়ার্দী হলে জড়ো হয়ে শাহ আমানত হলে থাকা সিএফসির কর্মীদের ধাওয়া দিলে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে বিজয়ের নেতা ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস বলেন, সিএফসির নেতাকর্মীরা ছাত্রলীগ সভাপতির পাওয়ার দেখিয়ে অর্থনীতি বিভাগের অনুষ্ঠানে ঢোকার চেষ্টা করলে বিজয়ের কর্মীদের সাথে ঝামেলা বাধে।
শাখা ছাত্রলীগের সভাপতি ও সিএফসি গ্রুপের নেতা রেজাউল হক রুবেল বলেন, বিজয়ের কয়েকজন নেতাকর্মীকে ফাও খেতে না দেওয়ায় তারা হলের বাবুর্চিকে মারধর করেছে। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তারা এই ঘটনা ঘটিয়েছে।
চবি প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, এখন পরিস্থিতি শান্ত আছে। দুই গ্রুপকেই হলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
২৪ ঘন্টা/মেহেদি শান্ত/রাজীব
Leave a Reply