শরৎকালের গুড়ি গুড়ি বৃষ্টি নীলফামারীর সৈয়দপুরবাসীর ভোগান্তি বাড়িয়ে দিয়েছে। কয়েকদিন ধরে তাপমাত্রা ২৪ ও ২৬ এ উঠানামা করছে।
আজ ২৯ সেপ্টেম্বর রবিবার আবহাওয়া সৈয়দপুরে সর্বোচ্চ ২৪ ও সর্বনিম্ন ২৩ ডিগ্রী সেলসিয়াস।
আকাশে কালো মেঘ আর মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি। সকাল থেকে দুপুর কোনো সময়ই সূর্যের দেখা নেই। এতে থমকে গেছে পুরো শহরের ব্যস্তময় জীবন। বাড়ির বাইরে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে। কেউ কেউ বের হচ্ছে ছাতা নিয়ে ব্যস্ততার কারণে।
এর মধ্যে বৃষ্টিতে বিপাকে পড়েছেন স্কুলের শিক্ষার্থী, দিনমজুর খেটে খাওয়া মানুষ। বিশেষ করে রিকশা ও অটোচালকদের জীবনের তাগিদে বৃষ্টিতে ভিজে রাস্তায় বের হতে দেখা যায়।
শিক্ষার্থীদেরও সময় মত ছুটতে হচ্ছে স্কুলে। আবার ছুটির সময় বাড়ি ফিরতে বৃষ্টির কবলে পড়ে অনেকের নাস্তানাবুদ অবস্থা।
সকাল কিংবা রাত থেকেই আকাশে কালো মেঘের রাশি। এর কিছুক্ষণ পরে গুড়ি গুড়ি ও মুষল ধারে বৃষ্টি ঝরছে। এতে পথচারীদের নানান কাজে ছুটাছুটি করতে দেখা যায়। কখন থেমে থেমে আবার কখন মাঝারি, কখন বা হালকা গুঁড়ি গুঁড়ি করে বৃষ্টিপাত হচ্ছে। এতে করে সৈয়দপুর শহরের বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমে কর্দমাক্ত হয়ে উঠছে।
উপজেলার নিম্নাঞ্চলগুলোতে পানি জমেছে। এতে একেবারে নিচু জমির ফসলগুলো পানির নিচে তলিয়ে গেছে। পাশাপাশি সবজির ক্ষেতগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে কৃষকসহ চাষিদের দুশ্চিন্তা দেখ দিয়েছে। এভাবে যদি আরও কয়েকদিন বৃষ্টি চলতে থাকে তাহলে বিভিন্ন শাক ও সবজির ক্ষেত নষ্ট হয়ে যেতে পারে।
Leave a Reply