কুতুব শরীফ দরবারের বার্ষিক ওরশ ও আল মালেকিয়া হেফজখানার সালানা জলসা

বাংলাদেশের বানিজ্যিক রাজধানী এবং সুফি দরবেশ ও অলি-আওলিয়াগনের পূন্যভুমি চট্টগ্রামের রাংগুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের মধ্যম বেতাগী গ্রামে শাহ আবদুল মালেক আল কুতুবী মুহিউদ্দিন(রাহঃ) এর বার্ষিক ওরশ ও ফাতেহা শরীফ উদযাপন এবং আল মালেকিয়া হেফজখানা ও এতিমখানার সালানা জলসা উপলক্ষে মিলাদুন্নবী(সঃ) মাহফিলের আয়োজন করে কুতুব শরীফ দরবার কর্তৃক অনুমোদিত আল মালেকিয়া যোগাযোগ কেন্দ্র এবং কুতুব শরীফ দরবার কমিটি। সকাল ৯.০০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়,কুতুব শরীফ দরবার কর্তৃক অনুমোদিত আল মালেকিয়া যোগাযোগ কেন্দ্র এর পরিচালক মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আউলিয়া কেরাম এর শানে ওয়াজ মাহফিল এর শুভ সূচনা করেন কুতুব শরীফ দরবার, কুতুবদিয়ার প্রধান উপদেষ্টা হযরত আল্লামা আলহাজ্ব শাহজাদা এম.এম. মুনিরুল মান্নান আল-মাদানী(মাঃজিঃআঃ),এবং হাফেজ মাওলানা আলহাজ্ব শেখ আখতারুল হক আল কুতুবী (মাঃজিঃআঃ),বিশেষ মেহমান উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাসান রেজা আল কাদেরী (মাঃজিঃআঃ),

বিশেষ মেহমান ছুরতিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইদ্রিস কুতুবী,দৈনিক গণকণ্ঠের বিভাগীয় প্রধান নুর মোহাম্মদ রানা, দৈনিক আমাদের নতুন সময় ব্যাুরো প্রধান কামাল পারভেজ  ৭ নং বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিউল আলম (শফি),রাংগুনিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ সেলিম,বেতাগী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ সৈয়দ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত আশেকানে মোস্তফা এবং কুতুব শরীফ দরবারের মোহাব্বতীন আল মালেকিয়া যোগাযোগ কেন্দ্রের মেহমান ও সমস্ত মুসলিম উম্মাহ্’র জন্য দোয়া পরিচালনা করেন হযরতুল আল্লামা আলহাজ্ব শাহজাদা এম. এম. মুনিরুল মান্নান আল মাদানী (মাঃজিঃআঃ)। অনুষ্ঠানে উপস্থিত কুতুব শরীফ দরবারের মোহাব্বতীন এবং আল মালেকিয়া যোগাযোগ কেন্দ্রের মেহমানদের তাবারুক্ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *