চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের আঞ্চলিক শীর্ষস্থানীয় নেতাসহ ১৫ সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যার পর থেকে শহরের বিভিন্নস্থানে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আব্দুর রউফের নেতৃত্ব জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানে এই জঙ্গি আটক হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হিযবুতের আঞ্চলিক প্রধান এরশাদুল আলম চট্টগ্রামের একটি ইংরেজিমাধ্যম স্কুলের শিক্ষক। তবে তিনিসহ কারও নাম-পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। জানা গেছে, এরশাদুল আলম চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
অভিযানের বিষয়ে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, নগরজুড়ে জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযান চলছে। রাত ১টা পর্যন্ত হিযবুত তাহরীরের শীর্ষস্থানীয় নেতাসহ ১৫ সদস্য ধরা পড়েছেন।
তিনি বলেন, অভিযানে ল্যাপটপ, মোবাইল, জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
অভিযানের বিষয়ে শনিবার সকাল সাড়ে ১০টায় দামপাড়াস্থ পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স হলে অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম বিস্তারিত জানাবেন বলেও জানান ওসি মহসীন।
Leave a Reply