শেখ ফজলে শামস পরশ যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত

২৪ ঘন্টা রাজনৈতিক ডেস্ক : আওয়ামী যুবলীগের নতুন চেয়ারম্যান হয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির বড় ছেলে শেখ ফজলে শামস পরশ।

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় চেয়ারম্যান পদে শেখ ফজলে শামস পরশের নাম প্রস্তাব করেন আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম। আর সমর্থন করেন সদস্য সচিব হারুনুর রশীদ। আর কোনো নামের প্রস্তাব না ওঠায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী তিন বছরের জন্য যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হন পরশ।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সপ্তম কংগ্রেসের প্রথম অধিবেশন বেলা ১১টার দিকে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হন শাহবাগে।

বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দ্বিতীয় অধিবেশনে নতুন নেতা নির্বাচন করা হয়। কংগ্রেসে আসা নেতাকর্মীরা স্বচ্ছ ও যোগ্য নেতৃত্ব আসবে বলে আশাবাদ করেন। সংগঠনটির সর্বশেষ জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয় ২০১২ সালে। এবারের কংগ্রেসে গঠনতন্ত্রে যুবলীগের বয়সসীমা ৫৫ বছর নির্ধারণসহ বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।

উল্লেখ্য, শেখ ফজলুল হক মনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অন্যতম প্রধান গেরিলা বাহিনী মুজিব বাহিনী তার নির্দেশে ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে গঠিত এবং পরিচালিত হয়। শেখ ফজলে শামস পরশ শেখ ফজলুল হক মনির বড় ছেলে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার কালরাতে শেখ ফজলে শামস পরশের বাবা-মাও শহীদ হয়েছিলেন। তার ছোট ভাই ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা-১০ আসনের এমপি। ক্যাসিনোকাণ্ডে বিদায় নেয়া যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী হলেন পরশের ফুপা।

কংগ্রেসে যুবলীগের সাবেক নেতাদের পাশাপাশি আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত রয়েছেন। বর্তমান কমিটির বেশিরভাগ নেতাকে সম্মেলনস্থলে দেখা গেলেও ছিলেন না বিদায়ী চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *